শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফ ছিলেন সভ্য রাজনীতির অনুকরণীয়: হানিফ

 আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশের রাজনীতিতে সবসময় অনুকরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার ভাষায়, প্রয়াত এই নেতা ছিলেন সভ্য রাজনীতির অনুকরণীয়।
সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে সোমবার তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
২০১৯ সালের ৩ ডিসেম্বর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ।
দলের প্রয়াত সাধারণ সম্পাদকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সজ্জন, সৃজনশীল রাজনীতিক। তিনি তার কথা-বার্তা, আচার-আচরণে সব সময় পরিশীলিত ছিলেন। সভ্য রাজনীতি ছিল তার, যা অনুকরণীয় হয়ে থাকবে।
‘আজকে তিনি আমাদের মাঝে নেই। সময় উপযোগী দায়িত্বশীল আচার-আচারণ, কর্মকাণ্ডের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে যেমন একটি সুধৃঢ় অবস্থা করেছেন, সাধারণ মানুষের মধ্যেও অবস্থা তৈরি করেছেন। এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি সারা জীবন অনুকরণীয় হিসেবেই বিবেচিত হয়ে থাকবেন।’
হানিফ আরও বলেন, ‘আমাদের জাতির ক্রান্তিলগ্নে তার ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছিল, তখন সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন ও সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি জানান, সৈয়দ আশরাফুল ইসলাম তার বাবা সৈয়দ নজরুল ইসলামের দেখানো পথেই আদর্শের রাজনীতি করে গেছেন।
তিনি বলেন, ‘আমার পিতা যেমন সারা জীবন জাতির জনকের সহচর ছিলেন, তেমনি আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামও শেখ হাসিনার পাশে থেকে সৎ রাজনীতি করেছেন। তিনি একজন নিভৃতচারী একজন মানুষ ছিলেন। তিনি কখনই আড়ম্বর পছন্দ করতেন না। তার ইচ্ছার প্রতিফলেই আমরা এই দিনটি অনাড়ম্বরভাবে পালন করার চেষ্টা করি।

সৈয়দ আশরাফ ছিলেন সভ্য রাজনীতির অনুকরণীয়: হানিফ

প্রকাশের সময়: ১১:৫৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
 আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশের রাজনীতিতে সবসময় অনুকরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার ভাষায়, প্রয়াত এই নেতা ছিলেন সভ্য রাজনীতির অনুকরণীয়।
সৈয়দ আশরাফের তৃতীয় মৃত্যু বার্ষিকীতে বনানী কবরস্থানে সোমবার তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
২০১৯ সালের ৩ ডিসেম্বর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফ।
দলের প্রয়াত সাধারণ সম্পাদকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে হানিফ বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সজ্জন, সৃজনশীল রাজনীতিক। তিনি তার কথা-বার্তা, আচার-আচরণে সব সময় পরিশীলিত ছিলেন। সভ্য রাজনীতি ছিল তার, যা অনুকরণীয় হয়ে থাকবে।
‘আজকে তিনি আমাদের মাঝে নেই। সময় উপযোগী দায়িত্বশীল আচার-আচারণ, কর্মকাণ্ডের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে যেমন একটি সুধৃঢ় অবস্থা করেছেন, সাধারণ মানুষের মধ্যেও অবস্থা তৈরি করেছেন। এ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি সারা জীবন অনুকরণীয় হিসেবেই বিবেচিত হয়ে থাকবেন।’
হানিফ আরও বলেন, ‘আমাদের জাতির ক্রান্তিলগ্নে তার ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেপ্তার করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছিল, তখন সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন ও সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি জানান, সৈয়দ আশরাফুল ইসলাম তার বাবা সৈয়দ নজরুল ইসলামের দেখানো পথেই আদর্শের রাজনীতি করে গেছেন।
তিনি বলেন, ‘আমার পিতা যেমন সারা জীবন জাতির জনকের সহচর ছিলেন, তেমনি আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলামও শেখ হাসিনার পাশে থেকে সৎ রাজনীতি করেছেন। তিনি একজন নিভৃতচারী একজন মানুষ ছিলেন। তিনি কখনই আড়ম্বর পছন্দ করতেন না। তার ইচ্ছার প্রতিফলেই আমরা এই দিনটি অনাড়ম্বরভাবে পালন করার চেষ্টা করি।