সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শংকরপুর ইউনিয়নে বড় খাসি ছোট খাসির ফুটবল টুর্নামেন্ট

দিনাজপুরের শংকরপুর ইউনিয়নে  শীতের তীব্রতায় গ্রামের মানুষ মেতেছে খেলাধুলায় কনকনে শীতে গরমের উষ্ণনাতে পেতে নেমেছে ফুটবল মাঠে। খেলছে গ্রামের ছেলেরা কাজ শেষ করে মাঠে খেলা দেখছেন এলাকাবাসীরা।

বৃহস্পতিবার বিকেলে ৮নং শংকরপুর ইউনিয়নের উত্তর নারায়নপুর ভাই-বন্ধু স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ চুরান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল খেলার এমন আয়োজনের কথা শুনে বাড়ির কাজ শেষ করে মাঠে এসেছে রহিমা বেগম। কথা হলে তিনি জানান হামার এলাকার চেংরাগুলা ফুটবল খেলাছে অমার খেলা দেখিবার তনে আসিছু। ঠান্ডা করেছে তবু বাড়ির কাম শেষ করি খেলা দেখিবার জন্য আসিনু। আব্দুল ওহাব এর সাথে কথা হলে তিনি জানান, শীতের সময় তেমন কাজ নাই, বাড়ির পাশে খেলা হচ্ছে আমাদের ছেলেরাই খেলছে তাই পরিবার সহ মাঠে বসে খেলা দেখছি। খেলা ভালই লেগেছে।

সূবর্ন চন্দ্র জানান, মাইকিং এর মাধ্যমে জানতে পারলাম এখানে বড় খাসি আর ছোট খাসি দিয়ে খেলা হচ্ছে তাই খেলা দেখতে এলাম। ফুটবলের চুরান্ত খেলায় উত্তর মুরাদপুর জোনাকীর আলো ডিজিটাল ক্লাব বনাম উত্তর নারায়নপুর ভাই-বন্ধু স্পোটিং ক্লাবের মধ্য অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহন করে। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে মুরাদপুর স্পোটিং ক্লাবের পক্ষে ফয়জার এক মাত্র গোল করে দলকে জয়ের লক্ষে পৌছে দেন। চুরান্ত খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে বড় খাসি এবং রানার আপ দলকে ছোট খাসি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসাহাক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আতাউর রহমান। স্থানীয় ইউনিয়ন সদস্য ফিরোজুল আলম, নাজমুন নাহার, ফজিলাতুনাহার, আব্দুল্লাহ, প্রমূখ।

জনপ্রিয়

শংকরপুর ইউনিয়নে বড় খাসি ছোট খাসির ফুটবল টুর্নামেন্ট

প্রকাশের সময়: ০৫:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২

দিনাজপুরের শংকরপুর ইউনিয়নে  শীতের তীব্রতায় গ্রামের মানুষ মেতেছে খেলাধুলায় কনকনে শীতে গরমের উষ্ণনাতে পেতে নেমেছে ফুটবল মাঠে। খেলছে গ্রামের ছেলেরা কাজ শেষ করে মাঠে খেলা দেখছেন এলাকাবাসীরা।

বৃহস্পতিবার বিকেলে ৮নং শংকরপুর ইউনিয়নের উত্তর নারায়নপুর ভাই-বন্ধু স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ চুরান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল খেলার এমন আয়োজনের কথা শুনে বাড়ির কাজ শেষ করে মাঠে এসেছে রহিমা বেগম। কথা হলে তিনি জানান হামার এলাকার চেংরাগুলা ফুটবল খেলাছে অমার খেলা দেখিবার তনে আসিছু। ঠান্ডা করেছে তবু বাড়ির কাম শেষ করি খেলা দেখিবার জন্য আসিনু। আব্দুল ওহাব এর সাথে কথা হলে তিনি জানান, শীতের সময় তেমন কাজ নাই, বাড়ির পাশে খেলা হচ্ছে আমাদের ছেলেরাই খেলছে তাই পরিবার সহ মাঠে বসে খেলা দেখছি। খেলা ভালই লেগেছে।

সূবর্ন চন্দ্র জানান, মাইকিং এর মাধ্যমে জানতে পারলাম এখানে বড় খাসি আর ছোট খাসি দিয়ে খেলা হচ্ছে তাই খেলা দেখতে এলাম। ফুটবলের চুরান্ত খেলায় উত্তর মুরাদপুর জোনাকীর আলো ডিজিটাল ক্লাব বনাম উত্তর নারায়নপুর ভাই-বন্ধু স্পোটিং ক্লাবের মধ্য অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহন করে। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে মুরাদপুর স্পোটিং ক্লাবের পক্ষে ফয়জার এক মাত্র গোল করে দলকে জয়ের লক্ষে পৌছে দেন। চুরান্ত খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে বড় খাসি এবং রানার আপ দলকে ছোট খাসি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসাহাক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আতাউর রহমান। স্থানীয় ইউনিয়ন সদস্য ফিরোজুল আলম, নাজমুন নাহার, ফজিলাতুনাহার, আব্দুল্লাহ, প্রমূখ।