শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে হিলিতে পালিত হলো খ্রিষ্টানদের বড়দিন

দিনাজপুরের হিলিতে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) হিলি থেকে পুর্বে ৭ কিলোমিটার দূরে সাতনি বাজারের জামতলীর উদয়গীরি গীর্জায় খ্রিষ্টান অনুসারীরা পালন করছেন যীশু খ্রীস্টের জন্মদিন।
এই জামতলী গীর্জার অধিনে রয়েছে প্রায় ২ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ফাদার জাকারিয়াস মার্ডির নেতৃত্বে  উক্ত গীর্জায় তাদের ধর্মীয় সকল কার্যক্রম পরিচালনা করেন।
গীর্জা পরিচালক শিমন টপ্প জাগো২৪.নেট-কে বলেন, আজ আমাদের ধর্মীয় বড়দিন উৎযাপন করছি। যীশু খ্রীস্টের জন্মদিন উপলক্ষে আমরা গতকাল ২২ হাজার ৩৮০ টাকার চেক পেয়েছি।
তিনি আরও বলেন, করোনার কারণে এবছর আমাদের মধ্যে অনেকেই কর্মহীন হয়ে পড়ে আছেন। তাই অন্য বারের মতো অনেকের মধ্যে বড়দিন উৎসব কম দেখে গেছে।
জনপ্রিয়

নানা আয়োজনে হিলিতে পালিত হলো খ্রিষ্টানদের বড়দিন

প্রকাশের সময়: ০৪:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
দিনাজপুরের হিলিতে নানান আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) হিলি থেকে পুর্বে ৭ কিলোমিটার দূরে সাতনি বাজারের জামতলীর উদয়গীরি গীর্জায় খ্রিষ্টান অনুসারীরা পালন করছেন যীশু খ্রীস্টের জন্মদিন।
এই জামতলী গীর্জার অধিনে রয়েছে প্রায় ২ হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ফাদার জাকারিয়াস মার্ডির নেতৃত্বে  উক্ত গীর্জায় তাদের ধর্মীয় সকল কার্যক্রম পরিচালনা করেন।
গীর্জা পরিচালক শিমন টপ্প জাগো২৪.নেট-কে বলেন, আজ আমাদের ধর্মীয় বড়দিন উৎযাপন করছি। যীশু খ্রীস্টের জন্মদিন উপলক্ষে আমরা গতকাল ২২ হাজার ৩৮০ টাকার চেক পেয়েছি।
তিনি আরও বলেন, করোনার কারণে এবছর আমাদের মধ্যে অনেকেই কর্মহীন হয়ে পড়ে আছেন। তাই অন্য বারের মতো অনেকের মধ্যে বড়দিন উৎসব কম দেখে গেছে।