একটি ফুল
হাবিবুর রহমান সিংড়া (নাটোর)
একটি ফুল আছে আমার হাতে,
আমি শহীদ মিনারে যাই রাতে।
ফুলে গড়ে যাব ফুলের মিনার,
বালিকা খোঁপার ফুল দাও ধার।
কোটি প্রেমিক যায় তারা সামনে,
ভালোবাসা রাখে ওরা জনে জনে।
বীরের রক্তে দেশ কাব্য লেখা,
পেয়েছি স্বদেশ পদ্মা দেখা।
আমরা যুদ্ধে পরাজিত নই,
যদি লাগেরে রক্ত দেব সই।
ভাই লাগবেনা রাইফেল আর,
আছে শক্তি দেশ প্রেম সবার।
একটি ফুল যে কোটি সুগন্ধি,
হাতে হাত রেখেছি জোট বান্ধি।
যুব সমাজ ভাই দেশ প্রেমিক,
একাত্তর প্রেম জ্বলেচিক।
স্বদেশীরা এক ঘরের ফুল,
সাবধান ঘাতক ফুটাবো হুল।
আমরা একটি ফুল হয়ে হাসি,
দেশের সেবায় আমি সেবাদাসি।
লেখক, হাবিবুর রহমান, জাগো২৪.নেট, সিংড়া (নাটোর) 























