সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ব্যাডমিন্টন কোর্টে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে “পুলিশ সুপার কাপ” ব্যাডমিন্টন টুর্নামেন্ট ।
শনিবার উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আব্দুল হাই সরকার, চেয়ারম্যান ঢাকা ব্যাংক এবং বিশিষ্ট শিল্পপতি আলতাফ হোসেন, চেয়ারম্যান, রহমত গ্রুপ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের সম্মানিত সিনিয়র অফিসারবৃন্দ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বেলকুচি উপজেলার সংবাদিকবৃন্দ।
উৎসবমুখর পরিবেশে তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলার মাধ্যমে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অলফা -২ মহোদয়ের টিম, এবং রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন ” অফিসার ইনচার্জ কামারখন্দ ও চৌহালী টিম। সার্বিক পরিকল্পনা এবং বাস্তবায়নে ছিলেন মো. গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, বেলকুচি থানা।

সেলিম রেজা, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সিরাজগঞ্জ 

























