কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে সারা দেশে একই দিনে এক কোটি মানুষকে প্রথম ডোজ টিকাদানের লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় টিকাদান কার্যক্রম চলেছে। এ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠে কাজ করেছে ১১ টি মোবাইল টিম। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় ৯৯ জন আনসার সদস্যও দায়িত্বে রয়েছে।
শনিবার (২৬ ফেব্রয়ারি) সকাল থেকে সাদুল্লাপুর উপজেলার ৩৩ টি কেন্দ্রে এক যোগে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এসব কেন্দ্রগুলোতে টিকা নিতে মানুষের অনেকটাই আগ্রহ দেখা গেছে।

জানা যায়, করোনার টিকাদানে সর্বোচ্চ সফলতা দেখিয়েছে বাংলাদেশ। লক্ষ্যমাত্রার বাকি থাকা মানুষদেরও এই মাসের মধ্যেই টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে ‘১ দিনে ১ কোটি’ টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে আজ শনিবার একযোগে সাদুল্লাপুর উপজেলার ৩৩ টি কেন্দ্রে টিকাদান অব্যাহত রয়েছে। কোন নিবন্ধন ছাড়াই প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে মানুষেরা। ইউনিয়ন পর্যায়ে তিনটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত মোবাইল টিম ও আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন জানান, উপজেলার ৩৩ কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় পুরুষ ৬৬ জন ও নারী আনসার সদস্য ৩৩ জনসহ মোট ৯৯ জন সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এছাড়া প্রশিক্ষক নুরন্নবী ও প্রশিক্ষকা মোছা. আনজুয়ারা বেগম মাঠপর্যায়ে তদারকি করেছে।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মণ্ডল জানান, প্রথম ডোজের টিকাদান নিশ্চিত করতে ৩৩ টি কেন্দ্রের প্রত্যেকটিতে ৫০০ ভ্যাকসিন পাঠানো হয়েছে। তবে কোন কোন কেন্দ্রে আরও বেশি পাঠানো হচ্ছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 


















