নতুন নির্বাচন কমিশন দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে একটা নির্ভরযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিতে নতুন ইসিকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তারা।
নতুন ইসি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য অ্যাড. কামরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, সিনিয়র একজন সচিবকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সজ্জন ব্যক্তি হিসেবে ব্যাপক পরিচিতি প্রশাসন মহলে। কাজেই আমি মনে করি, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত দিয়েছেন, অনেক সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিয়েছেন।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন একটা সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে আমরা বিশ্বাস করি। বিএনপি কি করবে আমি জানি না তবে এর চেয়ে গ্রহণযোগ্য কেউ ছিল বলে আমি মনে করি না? যোগ্য লোক ছিল, ভালো লোক ছিল, তবে সবার চেয়ে তিনি যোগ্য ছিলেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি সবাই এই নির্বাচন কমিশনকে গ্রহণ করবে। আমাদের প্রত্যাশা একটা নির্ভরযোগ্য নির্বাচন এই কমিশন উপহার দিবে।
দলের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রহমান বলেন, নতুন নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে, এটাই জনগণের প্রত্যাশা। একই সঙ্গে তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা। যাতে করে দেশবাসী তাদের ওপর আস্থা রাখতে পারে।
দেশবাসীর প্রত্যাশাই হলো, তাদের অধীনে যে নির্বাচন হবে; সেই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। মানুষ যাতে তাদের ভোট প্রদানের নিশ্চয়তা পায়, বলেন আওয়ামী লীগের এই নেতা।
নতুন ইসির মূল দায়িত্ব হচ্ছে আগামী জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি বলেন, নতুন ইসিতে যারা দায়িত্ব পেয়েছেন কর্মজীবনে প্রত্যেকেই অত্যন্ত দক্ষতা, সততা এবং যোগ্যতার ভিত্তিতে কাজ করেছেন। আমাদের প্রত্যাশা, তারা অতীতে যে যোগ্যতা-দক্ষতা দেখিয়েছেন, ঠিক সেইভাবে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবেন।
হানিফ বলেন, সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই কমিশনকে নিয়ে অযৌক্তিক কথাবার্তা বলে বিতর্কিত করার চেষ্টা না করা হয়, সেটাই জাতির প্রত্যাশা। সুত্রঃ বার্তা২৪.কম
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 






















