শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। তাঁর পিতার আদর্শ ধারণ করে অসমাপ্ত কাজগুলোসহ উন্নয়নমূলক কাজগুলো তাঁর যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশের জন্য প্রধানমন্ত্রী সূদুরপ্রসারী চিন্তা করেন ও করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও নব নির্মিত আধুনিক ওয়াসবøকের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচাজ (ওসি) মো. বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল আউয়াল, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম। সভায় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি সকালে উপজেলার ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়, হাশিমপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়, বিকেলে সূখীপীর উচ্চ বিদ্যালয় ও ফলিমারী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।

 

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে

প্রকাশের সময়: ০৬:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। তাঁর পিতার আদর্শ ধারণ করে অসমাপ্ত কাজগুলোসহ উন্নয়নমূলক কাজগুলো তাঁর যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। দেশের জন্য প্রধানমন্ত্রী সূদুরপ্রসারী চিন্তা করেন ও করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষা প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ও নব নির্মিত আধুনিক ওয়াসবøকের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচাজ (ওসি) মো. বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আব্দুল আউয়াল, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম। সভায় উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রধান অতিথি সকালে উপজেলার ডাঙ্গারহাট উচ্চ বিদ্যালয়, হাশিমপুর উচ্চ বিদ্যালয়, দক্ষিণ পলাশবাড়ি উচ্চ বিদ্যালয়, বিকেলে সূখীপীর উচ্চ বিদ্যালয় ও ফলিমারী ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।