রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা: কাটা আঙুলে অভ্যস্তদিন

কাটা আঙুলে অভ্যস্তদিন

..জেবুননেসা হেলেন

মনমহুয়া, বৃটিশ কালচারে

অভিবাসী তুমি হয়ত দক্ষ অভিজ্ঞ।

গেলো বছর পর্যন্তও

আমি হাতে মেখে ভাত- মাছ খাই,

থালাতেই জল ঢেলে হাত ধুয়ে উঠি,হাই তুলি।

শিখতে পারি নি চামুচ কাঁটাচামুচে

খাবার পর বিনয়ী উলটে রেখে

জানান দিতে, আমার খাওয়া শেষ…

পারি নি খাবার শেষে অতিবিনয়ী হয়ে টিস্যু হাতে বলতে – আমি কি উঠতে পারি?

অথচ কি অবলিলায় তুমি উঠে যাও

বিনয়ী হাসিতে ডায়নিংয়ে ” এক্সকিউজ মি” সহযোগে।

কমোডে চেয়ার সিটিং প্রভাতিয়ায়

এখনও আমার বাঙালী অনভ্যস্ত জনেরা ঝোপের ঝাড়ের আড়ালেই স্বাচ্ছন্দ।

এখনও মায়ের বকুনিতে মায়ের মুখে তর্কে

মাতামাতি করা আমরা কথায় কথায় বলতে পারি নি, সরি! সরি!

শাড়ীর বলয় থেকে বেড়িয়ে পারি নি অভ্যস্ত হতে প্যান্ট শার্টে।

এখনও বৃটিশ আগ্রাসনে সিংহভাগ গ্রাস করে আছে বিচারালয় কালচার,শিক্ষালয় পদ্ধতি;

কিছুক্ষেত্রে আমরা অনুবাদ হয়েছি মাত্র…

যেমন,অপাত্রে মুক্তোর মালা।

গালা দিয়ে গেটিস তৈরী

কাঠের আসবাবে- আমিও হয়ত।

জনপ্রিয়

কবিতা: কাটা আঙুলে অভ্যস্তদিন

প্রকাশের সময়: ০৮:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

কাটা আঙুলে অভ্যস্তদিন

..জেবুননেসা হেলেন

মনমহুয়া, বৃটিশ কালচারে

অভিবাসী তুমি হয়ত দক্ষ অভিজ্ঞ।

গেলো বছর পর্যন্তও

আমি হাতে মেখে ভাত- মাছ খাই,

থালাতেই জল ঢেলে হাত ধুয়ে উঠি,হাই তুলি।

শিখতে পারি নি চামুচ কাঁটাচামুচে

খাবার পর বিনয়ী উলটে রেখে

জানান দিতে, আমার খাওয়া শেষ…

পারি নি খাবার শেষে অতিবিনয়ী হয়ে টিস্যু হাতে বলতে – আমি কি উঠতে পারি?

অথচ কি অবলিলায় তুমি উঠে যাও

বিনয়ী হাসিতে ডায়নিংয়ে ” এক্সকিউজ মি” সহযোগে।

কমোডে চেয়ার সিটিং প্রভাতিয়ায়

এখনও আমার বাঙালী অনভ্যস্ত জনেরা ঝোপের ঝাড়ের আড়ালেই স্বাচ্ছন্দ।

এখনও মায়ের বকুনিতে মায়ের মুখে তর্কে

মাতামাতি করা আমরা কথায় কথায় বলতে পারি নি, সরি! সরি!

শাড়ীর বলয় থেকে বেড়িয়ে পারি নি অভ্যস্ত হতে প্যান্ট শার্টে।

এখনও বৃটিশ আগ্রাসনে সিংহভাগ গ্রাস করে আছে বিচারালয় কালচার,শিক্ষালয় পদ্ধতি;

কিছুক্ষেত্রে আমরা অনুবাদ হয়েছি মাত্র…

যেমন,অপাত্রে মুক্তোর মালা।

গালা দিয়ে গেটিস তৈরী

কাঠের আসবাবে- আমিও হয়ত।