শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের ইবাদত হোক প্রাণবন্ত

চলছে পবিত্র রমজান মাস। বছর ঘুরে প্রতিবারই রমজান আসে, আবার বিদায় নেয়। এভাবে কেয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই সময়ে বিজ্ঞজনেরা আজলা ভরে রহমত কুড়িয়ে নেন। চোখের লোনা জলে বুক ভাসিয়ে প্রভুর ক্ষমা প্রাপ্ত হন। নিজের সওয়াবের ভান্ডার পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করেন। নিজের ইবাদতগুলোকে আরও সুন্দর এবং পরিশুদ্ধ করেন। এভাবে পুরো মাসজুড়ে মাওলার প্রিয় হওয়ার সাধনা চলতে থাকে। এ পথে আমরাও চলতে পারি। রমজানে ইবাদত, ক্ষমা লাভ আর কল্যাণ লাভে ধন্য হওয়ার পাশাপাশি ক্ষমা এবং জান্নাতের গ্যারান্টি পেতে এসব কাজ বেশি বেশি করা দরকার-

নামাজ হোক জীবন্ত : আমাদের ইবাদত-বন্দেগি বিশেষ করে নামাজ একটু দায়সারা গোছের। নামাজ আদায় করতে হবে তাই করি। নামাজের প্রাণ আছে কি না তাই দেখার, চিন্তা করার সময় নেই। নামাজ যত সুন্দর হবে, অন্যান্য ইবাদত তত সুন্দর হবে। নামাজ হলো- সব ইবাদতের প্রাণ। নামাজ মহান রবের সঙ্গে বান্দার সরাসরি মোলাকাত। যার নামাজে মধুরতা আছে সে নামাজসহ সব ইবাদতের স্বাদ অনুভব করে। মহান রবের সঙ্গে নিবিঢ়ভাবে কথা বলে। নিজের মনের আকুতি-কাকুতি বন্ধুর কাছে নিভৃতে পেশ করে। আমাদের নামাজ যেন মরা লাশ না হয়। নামাজকে জীবন্ত করি। প্রত্যেক নামাজের কেরাত, রুকু, সেজদাসহ সকল কাজ সুন্দরভাবে মনোযোগের আদায় করি, আমার নামাজ জীবন্ত, প্রাণবন্ত হবে। এই নামাজ আমার জন্য মহান রবের মিরাজ হবে। আমার জীবন থেকে সকল পাপ-পঙ্কিলতা দুর করে দেবে। আমার নামাজ আমার জন্য সফলতা বয়ে আনবে।

দোয়া হোক আবেগঘন : দোয়া মুমিনের হাতিয়ার, মুমিনের শক্তি। দোয়ায় একজন মুমিন হৃদয়ে শান্তি অনুভব করে। তার সাহায্যের জন্য যাকে বলা প্রয়োজন, দোয়ার মাধ্যমে কেবল তার কাছেই নিবেদন পেশ করে। দোয়া কবুল হয়ে গেলে দোয়াকারী মুমিন বান্দা হয়ে যায়- অজেয়। তার শক্তি, হিম্মত কেউ ডিঙ্গাতে পারে না। ভয় নামক কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারে না। দোয়া মানেই নিজেকে মহান আল্লাহর নিকট সঁপে দেওয়া, তাই দোয়া সেরা ইবাদত। সব ইবাদতের নির্যাস। মহান রবের নিকট হাত উঠানোর সময় নিজেকে খুব দীনহীনভাবে পেশ করা উচিত। নিজের আবেগ অনুভুতিকে শানিত করা উচিত। যেনতেনভাবে মুখে বিড়বিড় করে কিছু বলা নয়। আবেগঘন আর দরদ পূর্ণ মন নিয়ে দোয়া করা উচিত। কেননা এই দোয়ার মধ্যেই রয়েছে আমার সফলতা। আমার দোয়া যত মধুময় হবে মহান রব তত খুশি হবেন। আমার দোয়া কবুল করবেন। সুত্রঃ বার্তা২৪.কম

রমজানের ইবাদত হোক প্রাণবন্ত

প্রকাশের সময়: ১১:০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২

চলছে পবিত্র রমজান মাস। বছর ঘুরে প্রতিবারই রমজান আসে, আবার বিদায় নেয়। এভাবে কেয়ামত পর্যন্ত আসতে থাকবে। এই সময়ে বিজ্ঞজনেরা আজলা ভরে রহমত কুড়িয়ে নেন। চোখের লোনা জলে বুক ভাসিয়ে প্রভুর ক্ষমা প্রাপ্ত হন। নিজের সওয়াবের ভান্ডার পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করেন। নিজের ইবাদতগুলোকে আরও সুন্দর এবং পরিশুদ্ধ করেন। এভাবে পুরো মাসজুড়ে মাওলার প্রিয় হওয়ার সাধনা চলতে থাকে। এ পথে আমরাও চলতে পারি। রমজানে ইবাদত, ক্ষমা লাভ আর কল্যাণ লাভে ধন্য হওয়ার পাশাপাশি ক্ষমা এবং জান্নাতের গ্যারান্টি পেতে এসব কাজ বেশি বেশি করা দরকার-

নামাজ হোক জীবন্ত : আমাদের ইবাদত-বন্দেগি বিশেষ করে নামাজ একটু দায়সারা গোছের। নামাজ আদায় করতে হবে তাই করি। নামাজের প্রাণ আছে কি না তাই দেখার, চিন্তা করার সময় নেই। নামাজ যত সুন্দর হবে, অন্যান্য ইবাদত তত সুন্দর হবে। নামাজ হলো- সব ইবাদতের প্রাণ। নামাজ মহান রবের সঙ্গে বান্দার সরাসরি মোলাকাত। যার নামাজে মধুরতা আছে সে নামাজসহ সব ইবাদতের স্বাদ অনুভব করে। মহান রবের সঙ্গে নিবিঢ়ভাবে কথা বলে। নিজের মনের আকুতি-কাকুতি বন্ধুর কাছে নিভৃতে পেশ করে। আমাদের নামাজ যেন মরা লাশ না হয়। নামাজকে জীবন্ত করি। প্রত্যেক নামাজের কেরাত, রুকু, সেজদাসহ সকল কাজ সুন্দরভাবে মনোযোগের আদায় করি, আমার নামাজ জীবন্ত, প্রাণবন্ত হবে। এই নামাজ আমার জন্য মহান রবের মিরাজ হবে। আমার জীবন থেকে সকল পাপ-পঙ্কিলতা দুর করে দেবে। আমার নামাজ আমার জন্য সফলতা বয়ে আনবে।

দোয়া হোক আবেগঘন : দোয়া মুমিনের হাতিয়ার, মুমিনের শক্তি। দোয়ায় একজন মুমিন হৃদয়ে শান্তি অনুভব করে। তার সাহায্যের জন্য যাকে বলা প্রয়োজন, দোয়ার মাধ্যমে কেবল তার কাছেই নিবেদন পেশ করে। দোয়া কবুল হয়ে গেলে দোয়াকারী মুমিন বান্দা হয়ে যায়- অজেয়। তার শক্তি, হিম্মত কেউ ডিঙ্গাতে পারে না। ভয় নামক কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারে না। দোয়া মানেই নিজেকে মহান আল্লাহর নিকট সঁপে দেওয়া, তাই দোয়া সেরা ইবাদত। সব ইবাদতের নির্যাস। মহান রবের নিকট হাত উঠানোর সময় নিজেকে খুব দীনহীনভাবে পেশ করা উচিত। নিজের আবেগ অনুভুতিকে শানিত করা উচিত। যেনতেনভাবে মুখে বিড়বিড় করে কিছু বলা নয়। আবেগঘন আর দরদ পূর্ণ মন নিয়ে দোয়া করা উচিত। কেননা এই দোয়ার মধ্যেই রয়েছে আমার সফলতা। আমার দোয়া যত মধুময় হবে মহান রব তত খুশি হবেন। আমার দোয়া কবুল করবেন। সুত্রঃ বার্তা২৪.কম