অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম পি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির প্রাণ। বঙ্গবন্ধু দেশের উন্নয়নে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর অসমাপ্ত কাজ ও স্বপ্নগুলো তাঁর যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ, জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব মিজানুর রহমান মানু, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন সরকার গোলাপ, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার, দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 























