দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী দ্রুত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘যে কোনও উন্নয়ন প্রকল্পে আধুনিক অগ্নিনির্বাপকের ব্যবস্থা থাকতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করে ভবন নির্মাণ করতে হবে।‘
ধানমন্ত্রী বলেন, ‘ভবনের পাশে জলাধারের ব্যবস্থা থাকতে হবে, যদি আগুন লাগে তাহলে সহজে যাতে নিভানো যায়। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যে অগ্নিনির্বাপণের মহড়া (ফায়ার ড্রিল) করতে হবে, যাতে সবাই বিপদ মোকাবিলার সময় করণীয় সম্পর্কে জানতে পারে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘সরকার ফায়ার ফাইটিং দলকে আধুনিক সরঞ্জামে শক্তিশালী করছে। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদ্ধারকাজে যাওয়া অগ্নিনির্বাপণ কর্মীদের ওপর আক্রমণকারীদের কোনও ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে সর্বমোট ৪৫৬টি ফায়ার স্টেশন চালু রয়েছে। নতুন ৪০টি ফায়ার স্টেশন যোগ হওয়ায় এই সংখ্যা দাঁড়ালো ৪৯৬টি। ইতোমধ্যে ৪০টি ফায়ার স্টেশনে জনবল নিয়োগ ও অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রদান করা হয়েছে। সুত্রঃ সিটি নিউজ ঢাকা
নিউজ ডেস্ক, জাগো২৪.নেট 






















