হাত পাখা
নাজমুল হাসান নিরব
তাল পাতার ঐ হাত পাখাটা লাগছে ভীষণ কাজে ,
প্রখর রোদে গা পুরে যায় লাগছে গরম বাজে ।
গাছের তলায় যায়না থাকা ঘুম না আসে রাতে ,
গরম জালায় সব ছেড়েছি হাত পাখাটা’ই সাথে ।
ঘন ঘন লোড শেডিং এ অতিষ্ট জীবন খানি ,
হাত পাখাটা এই গরমে বাচাঁয় জীবন মানি ।
নাজমুল হাসান নিরব, জাগো২৪.নেট 
























