শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতাঃ  আমার মন ভালো নেই

আমার মন ভালো নেই

 কবি হাবিবুর রহমান

 

আমার মন ভালো নেই

বাঁজারে যাই মাথা ঘুরে,

হাটের ব্যাগ রয় পড়ে

সাদা জামায় কাদা ছুড়ে৷

 

আমার মন ভালো নেই

বাদামের দাম বেড়েছে,

আমি শাকের আটি হাতে

পুঁটি মাছ তাকিয়ে আছে৷

 

আমার মন ভালো নেই

মাছ কিনতে চুল ছিড়ি,

মহিত চাচা টানে বিড়ি

মাছ কিনতে বেঁচি ঘড়ি।

 

ব্যাগের পেট ভড়ছেনা

ভেবে ভেবে চুল পাকাই,

পেট কিছুই মানছে না

গল্প তার খাই খাই৷

 

আমার মন ভালো নেই

রুটির দাম দশ টাকা,

যেখানে যাই বেশি ভাড়া

আমার পকেটই ফাঁকা৷

 

আমার মন ভালো নেই

বাজার শেষে দু’ পয়সা,

পকেটে বাঁজে ঝনঝন

কপালে রসুনের খোসা।

 

আমার মন ভালো নেই

পকেটে গাড়ি ভাড়া নেই,

হেটেই যাই চার কিলো

আমার হাতে ছাতা নেই।

 

আমার মন ভালো নেই

লোকজন বলে কিপটা,

আমি হেটে চলেছি বাড়ি

বন্ধু ছুড়ে চুন বোটা৷

কবিতাঃ  আমার মন ভালো নেই

প্রকাশের সময়: ০৭:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২

আমার মন ভালো নেই

 কবি হাবিবুর রহমান

 

আমার মন ভালো নেই

বাঁজারে যাই মাথা ঘুরে,

হাটের ব্যাগ রয় পড়ে

সাদা জামায় কাদা ছুড়ে৷

 

আমার মন ভালো নেই

বাদামের দাম বেড়েছে,

আমি শাকের আটি হাতে

পুঁটি মাছ তাকিয়ে আছে৷

 

আমার মন ভালো নেই

মাছ কিনতে চুল ছিড়ি,

মহিত চাচা টানে বিড়ি

মাছ কিনতে বেঁচি ঘড়ি।

 

ব্যাগের পেট ভড়ছেনা

ভেবে ভেবে চুল পাকাই,

পেট কিছুই মানছে না

গল্প তার খাই খাই৷

 

আমার মন ভালো নেই

রুটির দাম দশ টাকা,

যেখানে যাই বেশি ভাড়া

আমার পকেটই ফাঁকা৷

 

আমার মন ভালো নেই

বাজার শেষে দু’ পয়সা,

পকেটে বাঁজে ঝনঝন

কপালে রসুনের খোসা।

 

আমার মন ভালো নেই

পকেটে গাড়ি ভাড়া নেই,

হেটেই যাই চার কিলো

আমার হাতে ছাতা নেই।

 

আমার মন ভালো নেই

লোকজন বলে কিপটা,

আমি হেটে চলেছি বাড়ি

বন্ধু ছুড়ে চুন বোটা৷