শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই: মোশাররফ হোসেন

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি যদি দায়িত্ববোধ থাকত, তাহলে জ্বালানির দাম না বাড়িয়ে বিকল্প পথে বিষয়টির সমাধান করতে চেষ্টা করত।

তিনি বলেন, এই সরকারের পক্ষে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব নয়। সরকার নিজদলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় সাধারণ জনগণের কাঁধে সব আর্থিক বোঝা চেপে বসেছে। তাই অবিলম্বে প্রবল গণ-আন্দোলন গড়ে তুলে এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে সর্বাত্মকভাবে গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই। সুত্রঃ দৈনিক দেশবাংলা

জনপ্রিয়

গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই: মোশাররফ হোসেন

প্রকাশের সময়: ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে বর্তমান সরকারের বিরুদ্ধে সর্বাত্মকভাবে গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি যদি দায়িত্ববোধ থাকত, তাহলে জ্বালানির দাম না বাড়িয়ে বিকল্প পথে বিষয়টির সমাধান করতে চেষ্টা করত।

তিনি বলেন, এই সরকারের পক্ষে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব নয়। সরকার নিজদলীয় ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় সাধারণ জনগণের কাঁধে সব আর্থিক বোঝা চেপে বসেছে। তাই অবিলম্বে প্রবল গণ-আন্দোলন গড়ে তুলে এই অবৈধ সরকারকে বিতাড়িত করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এ দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার আদায়ে সর্বাত্মকভাবে গণ-আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার বিকল্প নেই। সুত্রঃ দৈনিক দেশবাংলা