শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

বই-খাতার দাম বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা মাঠে

তোফায়েল হোসেন জাকির
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বই, খাতাসহ সকল শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধার দারিয়াপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সংসদের অর্থ সম্পাদক রুবেল শেখ, ক্রীড়া সম্পাদক রিয়াজ এলাহী রাজন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, পলাশবাড়ী উপজেলা সংসদের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবীব, জেলা সংসদের সদস্য সবুজ বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে বই খাতাসহ প্রতিটি শিক্ষা উপকরণের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। ফলে গরীব মধ্যবিত্ত মানুষের সন্তানদের লেখাপড়া হুমকির মুখে পড়বে। এ অবস্থায় অনেকের লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে। তারা অবিলম্বে সকল শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান।

 

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন