গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় পারফেক্ট কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) এ অনুষ্ঠানে এক আলোচনা সভায় হারুনর রশিদ হাপচুর সভাপতিত্বে বক্তব্য দেন- ইউপি চেয়ারম্যান আব্দুর গফুর, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষানুরাগী আবু বক্কর সিদ্দিক।
স্থানীয় মোশাররফ হোসেন বাবুর সার্বিক ব্যবস্থাপনায় ও আতাউর রহমান আতার সঞ্চালনায় আরও ব্ক্তব্য রাখেন- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুজ্জামান পাটোয়ারী, ওয়ার্ড সভাপতি এমদাদুল হক, ইউপি সদস্য নাহিদ হোসেনসহ অনেকে।
শিক্ষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এ প্রতিষ্ঠানে শিক্ষার গুরুত দিয়ে শিশুদের আলোকিত করে ভালো মানুষ গড়তে হবে। শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, বরং সহানুভূতির মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখবে। যেখানে জ্ঞানার্জন ও ভালো মানুষ হওয়ার ওপর জোর দেওয়া হয়। সেইসঙ্গে নতুন শিক্ষার্থী ও শিক্ষাবর্ষের জন্য শুভ কামনা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
























