মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়—এর সঙ্গে প্রয়োজন পারিবারিক যত্ন, নৈতিক চর্চা ও শিক্ষকের নিবেদিত ভূমিকা। এমনই এক উপলব্ধির জায়গা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হলো এক অভিভাবক সমাবেশ। লক্ষ্য একটাই—শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী গড়ার সম্মিলিত প্রয়াস।

বিভা বিদ্যানিকেতন-এর উদ্যোগে গতকাল সোমবার রাতে প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তন কক্ষে আয়োজিত এ সমাবেশে শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. হাশেম আলী। তিনি বলেন, “একজন শিক্ষার্থীকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিভা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান রোকন বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে অভিভাবকদের নিয়মিত সম্পৃক্ততা প্রয়োজন। তিনি অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তব্য রাখেন শিশু উন্নয়ন সংস্থা (শিউস)-এর পরিচালক ড. শফিউল আলম ভূঁইয়া। তিনি আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা, রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল রায় এবং সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

সমাবেশে অভিভাবকদের মধ্য থেকে বিরু চন্দ্র, উৎপল চন্দ্র ও মো. রাশেদ মিয়া তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। তারা বলেন, এমন আয়োজন অভিভাবকদের দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

উল্লেখ্য, বিভা বিদ্যানিকেতন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা ভাটারপাড় এলাকায় অবস্থিত একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রকাশের সময়: ১০:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

শিক্ষা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ নয়—এর সঙ্গে প্রয়োজন পারিবারিক যত্ন, নৈতিক চর্চা ও শিক্ষকের নিবেদিত ভূমিকা। এমনই এক উপলব্ধির জায়গা থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে অনুষ্ঠিত হলো এক অভিভাবক সমাবেশ। লক্ষ্য একটাই—শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থী গড়ার সম্মিলিত প্রয়াস।

বিভা বিদ্যানিকেতন-এর উদ্যোগে গতকাল সোমবার রাতে প্রতিষ্ঠানটির শিক্ষক মিলনায়তন কক্ষে আয়োজিত এ সমাবেশে শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. হাশেম আলী। তিনি বলেন, “একজন শিক্ষার্থীকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিভা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক হাসান রোকন বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে অভিভাবকদের নিয়মিত সম্পৃক্ততা প্রয়োজন। তিনি অভিভাবকদের সঙ্গে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তব্য রাখেন শিশু উন্নয়ন সংস্থা (শিউস)-এর পরিচালক ড. শফিউল আলম ভূঁইয়া। তিনি আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা, রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমল রায় এবং সহকারী শিক্ষক মো. হারুনুর রশিদ শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

সমাবেশে অভিভাবকদের মধ্য থেকে বিরু চন্দ্র, উৎপল চন্দ্র ও মো. রাশেদ মিয়া তাদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। তারা বলেন, এমন আয়োজন অভিভাবকদের দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

উল্লেখ্য, বিভা বিদ্যানিকেতন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা ভাটারপাড় এলাকায় অবস্থিত একটি প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান। অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত এ প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।