গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় যুবজোটের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় যুবজোট, সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলাম।
সাধারণ সম্পাদক আব্দুস ছালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি। প্রধান বক্তা জেলা যুবজোটের সভাপতি সুজন প্রসাদ।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এটিএম দিদারুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আমিনুল ইসলাম, উপজেলা যুবজোটের প্রচার সম্পাদক এসএমএ ওয়াদুদ, ইউনিয়ন যুবজোটের সভাপতি হাবিবুল্লাহ ও নুরুন্নবী শেখ প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী সাদুল্লাপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

























