মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়া সেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার 

তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাইজিংবিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন ও এখন টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি সোহেল রানাকে হলুদ সাংবাদিক বলায় দিনাজপুরের হিলি কাস্টমসের সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদেরকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১ অক্টোবর) হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যার পর রাইজিংবিডির প্রতিনিধি এবং এখন টিভি’র প্রতিনিধির সাথে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদের যে আচারণ করেছেন, তা মোটেও কাম্য নই। আমি শনিবারে বিষয়টি অবগত হয় এবং তৎক্ষণাৎ তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে
সসম্প্রতি গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সময় কাস্টমসে প্রবেশ না করে আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের সামনে দিয়ে তাদের কাছে থাকা ব্যাগেজ নিয়ে চলে যায়। এসময় সাংবাদিকরা ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর কাদেরের কাছে এ বিষয়ে তথ্য নিতে গেলে উপস্থিত সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এসময় ওই কর্মকর্তা বাংলাদেশের একমাত্র বিজনেস টেলিভিশন এখন টিভিকে অনলাইন টেলিভিশন বলেন এবং রাইজিংবিডি অনলাইন দিনাজপুর প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দেন ও  সাংবাদিকদের বিরুদ্ধে থানায় মামলা করার কথাও বলেন তিনি।
এর আগেও চলতি মাসে এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে সোনা পাচার হয় যদিও বাংলাদেশের কাস্টমস সেটি ধরতে ব্যর্থ হয়। কিন্তু সেটা জব্দ করতে সক্ষম  হোন ভারতীয় কাস্টমস।
জনপ্রিয়

সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হওয়া সেই কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার 

প্রকাশের সময়: ০৬:২৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
তথ্য চাওয়ায় ক্ষিপ্ত হয়ে রাইজিংবিডির দিনাজপুর জেলা প্রতিনিধি মোসলেম উদ্দিন ও এখন টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি সোহেল রানাকে হলুদ সাংবাদিক বলায় দিনাজপুরের হিলি কাস্টমসের সেই সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদেরকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার (১ অক্টোবর) হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার সন্ধ্যার পর রাইজিংবিডির প্রতিনিধি এবং এখন টিভি’র প্রতিনিধির সাথে সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদের যে আচারণ করেছেন, তা মোটেও কাম্য নই। আমি শনিবারে বিষয়টি অবগত হয় এবং তৎক্ষণাৎ তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে
সসম্প্রতি গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় হিলি সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা বাংলাদেশে প্রবেশের সময় কাস্টমসে প্রবেশ না করে আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের সামনে দিয়ে তাদের কাছে থাকা ব্যাগেজ নিয়ে চলে যায়। এসময় সাংবাদিকরা ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুর কাদেরের কাছে এ বিষয়ে তথ্য নিতে গেলে উপস্থিত সাংবাদিকদের হলুদ সাংবাদিক বলে ক্ষিপ্ত হয়ে উঠেন তিনি। এসময় ওই কর্মকর্তা বাংলাদেশের একমাত্র বিজনেস টেলিভিশন এখন টিভিকে অনলাইন টেলিভিশন বলেন এবং রাইজিংবিডি অনলাইন দিনাজপুর প্রতিনিধিকে দেখে নেওয়ার হুমকি দেন ও  সাংবাদিকদের বিরুদ্ধে থানায় মামলা করার কথাও বলেন তিনি।
এর আগেও চলতি মাসে এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে ভারতে সোনা পাচার হয় যদিও বাংলাদেশের কাস্টমস সেটি ধরতে ব্যর্থ হয়। কিন্তু সেটা জব্দ করতে সক্ষম  হোন ভারতীয় কাস্টমস।