রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেছেন, পুলিশ প্রশাসন ও স্থানীয় পূঁজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের মানুষের সহযোগীতায় শান্তি পূর্ন পরিবেশে এবারে শারদীয় দূর্গা পূঁজা অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (২ অক্টোবর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ীর কালীবাড়ী মন্দিরে শারদীয় দুর্গাপূঁজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নোত্তরে মো. সাবিরুল ইসলাম আরও বলেন, সবগুলো পুজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন আমরা গাইবান্ধাসহ বিভাগের অন্যান্য স্থানের পূজা মন্ডপগুলো পরিদর্শন অব্যাহত রেখেছি। বাঙালি হিন্দু ধর্মালম্বীরা যাতে করে নির্বিঘ্ন দুর্গোৎসব পালন করতে পারে, সেবিষয়ে প্রশাসন সর্বাত্নকভাবে সহযোগিতা করছে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম।
এর আগে পলাশবাড়ীতে আগমনে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ বিপিএম কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসন , জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও পলাশবাড়ী পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম বিপিএম, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন, থানার ওসি মাসুদ রানা, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা প্রমুখ।
তোফায়েল হোসেন জাকির 



















