গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ডোবায় পানিতে ডুবে তায়েবা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২ অক্টোবর) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর (শালমারা) গ্রামে এ ঘটনা ঘটে। তায়েবা আক্তার ওই গ্রামের তারেক রহমানের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেছেন তালুকানুপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফিরোজ কবির মন্ডল। স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই সময় তায়েবা আক্তার বাড়ির উঠানে খেলছিল। এসময় সবার অজান্তে পাশের ডোবার পানিতে ডুবে শিশুটি মারা যায়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















