মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় আ’লীগের সম্মেলন কাল

দীর্ঘ ১০ বছর পর আগামীকাল ১১ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন তৃণমুলের নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ চলছে সবচেয়ে বেশি। তারা চায়ের দোকান, দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান।জানা গেছে, ফেসবুক ও সাধারণ জনগণের মুখে মুখে বইছে সভাপতি ও সম্পাদক কে হতে পারেন তা নিয়ে?
বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম। বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের ছেলে যুবনেতা আনোয়ার হোসেন রানা, সাবেক ছাত্রনেতা প্রমথ চন্দ্র রায়ের নাম শোনা যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় খানসামার পাকেরহাটে প্রস্তাবিত শিশু পার্কে সম্মেলনে দলটির কেন্দ্রিয় নেতৃবৃন্দের আমন্ত্রণ করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপিসহ কেন্দ্রিয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, সম্মেলন সফল করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলনটি সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে শাহ্ আ. জব্বার ও সাধারণ সম্পাদক পদে সফিউল আযম চৌধুরী লায়ন নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ১৫ জুন সভাপতি শাহ্ আ. জব্বার মৃত্যুবরণ করলে সহ-সভাপতি ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

জনপ্রিয়

খানসামায় আ’লীগের সম্মেলন কাল

প্রকাশের সময়: ১০:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

দীর্ঘ ১০ বছর পর আগামীকাল ১১ অক্টোবর মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সম্মেলনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন তৃণমুলের নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মাঝে হিসাব-নিকাশ চলছে সবচেয়ে বেশি। তারা চায়ের দোকান, দলীয় কার্যালয় ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতাদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

তবে প্রার্থীরা সবার কাছে দোয়া চেয়েছেন। সব মিলিয়ে সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজমান।জানা গেছে, ফেসবুক ও সাধারণ জনগণের মুখে মুখে বইছে সভাপতি ও সম্পাদক কে হতে পারেন তা নিয়ে?
বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ এর পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রফিকুল ইসলাম। বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের পাশাপাশি সম্ভাব্য প্রার্থী হিসেবে আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান আবু হাতেমের ছেলে যুবনেতা আনোয়ার হোসেন রানা, সাবেক ছাত্রনেতা প্রমথ চন্দ্র রায়ের নাম শোনা যাচ্ছে।

আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় খানসামার পাকেরহাটে প্রস্তাবিত শিশু পার্কে সম্মেলনে দলটির কেন্দ্রিয় নেতৃবৃন্দের আমন্ত্রণ করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপিসহ কেন্দ্রিয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, সম্মেলন সফল করতে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলনটি সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি পদে শাহ্ আ. জব্বার ও সাধারণ সম্পাদক পদে সফিউল আযম চৌধুরী লায়ন নির্বাচিত হন। এরপর ২০১৯ সালের ১৫ জুন সভাপতি শাহ্ আ. জব্বার মৃত্যুবরণ করলে সহ-সভাপতি ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।