শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধা-৫ উপনির্বাচন : ৪৩ কেন্দ্রের ভোট স্থগিত

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার আসনে উপনির্বাচনে ভোট কেন্দ্র স্থগিতের সংখ্যা। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব মাত্র তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের কথা নিশ্চিত করলেও নির্বাচন কমিশন বলছে এখন পর্যন্ত ৪৩টি কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনিয়ম। জোরপূর্বক কেন্দ্রে ঢুকে ভোট দেওয়াসহ নানা অনিয়মে প্রথমে ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

অবশ্য প্রথমদিকে গাইবান্ধার সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব তিন কেন্দ্রের কথা বললেও সাড়ে ১১টার দিকে তিনি জানান, ৩৪টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ইসির পক্ষ থেকে বেলা পৌনে ১২টার দিকে ৪০টির কথা বলা হলেও ১২টার দিকে জানা যায় স্থগিত করা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি।

এই আসনে মোট ১৪৫টি ভোট কেন্দ্র রয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত পুরো ভোট গ্রহণ স্থগিতের শঙ্কা দেখা দিয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধা-৫ উপনির্বাচন : ৪৩ কেন্দ্রের ভোট স্থগিত

প্রকাশের সময়: ১২:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার আসনে উপনির্বাচনে ভোট কেন্দ্র স্থগিতের সংখ্যা। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব মাত্র তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিতের কথা নিশ্চিত করলেও নির্বাচন কমিশন বলছে এখন পর্যন্ত ৪৩টি কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ রয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনিয়ম। জোরপূর্বক কেন্দ্রে ঢুকে ভোট দেওয়াসহ নানা অনিয়মে প্রথমে ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

অবশ্য প্রথমদিকে গাইবান্ধার সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল মোতালেব তিন কেন্দ্রের কথা বললেও সাড়ে ১১টার দিকে তিনি জানান, ৩৪টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ইসির পক্ষ থেকে বেলা পৌনে ১২টার দিকে ৪০টির কথা বলা হলেও ১২টার দিকে জানা যায় স্থগিত করা হয়েছে ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩টি।

এই আসনে মোট ১৪৫টি ভোট কেন্দ্র রয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত। তবে শেষ পর্যন্ত পুরো ভোট গ্রহণ স্থগিতের শঙ্কা দেখা দিয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।

এবার নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। তবে ইভিএম মেশিনে জটিলতার কারণে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে বলে জানা যায়।

সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৪৫টি কেন্দ্রের মধ্যে ১৪২ কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ভোটগ্রহণের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

এর মধ্যে সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার সাতটিসহ মোট ১৭টি ইউনিয়ন নিয়ে মিলে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৫৮৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ১৬০ জন।

গত ২২ জুলাইয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।