শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

সুন্দরগঞ্জে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নবায়নযোগ্য জ্বালানি, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই প্রতিযোগিতা শুরু করা হয়। এ প্রতিযোগিতায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার, মাহমুদ হোসেন মন্ডল, মৎস্য অফিসার, তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলার এ প্রতিযোগিতায় ২৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন, কাঠগড়া বি এন উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, এবং খামার মনিরাম বালিকা বিদ্যা নিকেতন তৃতীয় স্থান অর্জন করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন