পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে সাঁথিয়া ফুটবলএকাদশ ৩-০ গোলে ইসলামপুর ফুটবল একাদশ নাটোরকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব নিশ্চিত করেছেন।
বিশ্ব বাংলা ২৪ চ্যানেলের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আটঘরিয়ার ধনেশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম খান আকাশ এর সৌজন্যে শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ধলেস্বর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনেশ্বর দাখিল মাদরাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাকী বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনেশ্বর দাখিল মাদরাসার সুপার আব্দুস সামাদ, ভারত প্রবাসী অন্তর সেন।
মরহুম আব্বাস আলী খান এর জৈষ্ঠ্য পুত্র অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান জিল্লুর রহমান,
ধনেশ্বর সোনালী সংঘের সভাপতি আব্দুল সালাম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সুনীল মাষ্টার, আক্তারুজ্জামান মিলন, আব্দুল আজিজ খান, রফিকুল ইসলাম আলম প্রমুখ।
উক্ত খেলাটি সার্বিক দায়িত্বে ছিলেন আসলমাম হোসেন। প্রধান রেফারির৷ দায়িত্বে ছিলেন মোঃ কালু মিয়া, তার সহযোগী রেফারি ছিলেন আবুল কালাম আজাদ। খেলায় ধারা বর্ননায় ছিলেন ইলিয়াস মোল্লা।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 
























