গাইবান্ধার সুন্দরগঞ্জে রাহমানিয়া মাদরাসার ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) দুপুরে উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ জরমনদী (বিশ্বরোড সংলগ্ন) গ্রামে রাহমানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’র ব্যবস্থাপক (প্রশাসন) মো. আরেফিন আজিজ সরদার সিন্টু। এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজিজার রহমান, সুন্দরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান, মিনিস্টার প্লাজার সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. রুবেল মিয়া, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মাওলানা তারা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) 



















