চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন রুপালি পর্দার তারকারা।
আজ রবিবার বিকেলে নগরীর প্রেসক্লাব থেকে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন রিয়াজ, মীর সাব্বির, সাইমন সাদিক, অরুনা বিশ্বাস, তারিন, বিজরী বরকত উল্লাহ, অপু বিশ্বাস এবং মাহিয়া মাহী। পরে তারা পুরো নগরীতে গাড়ি বহর নিয়ে নৌকার পক্ষে ভোট চান।
এসময় তারা বলেন, রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি নির্বাচিত হলে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। তাই নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তারা।
জাগো২৪.নেট,ডেস্ক 
























