জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, কর্মসংস্থানের দিক বিবেচনা করে দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগ উপযোগী শিক্ষা বাস্তবায়নের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ও যুব সমাজের উন্নয়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেয়া হবে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) গাইবান্ধা সদর উপজেলার ফলিয়া পুলবন্দি দাখিল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।
হুইপ আরও বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এর ফশ্রুতিতে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছে।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যন আবু বকর সিদ্দিক, পরিষদের নির্বাহী প্রধান আব্দুর রউফ তালুকদার, সহকারী প্রকৌশল সিরাজুল ইসলাম, মাদরাসার সভাপতি আব্দুল মান্নান মিয়া , অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাজু মিয়া, নান্টু মিয়া,ফরিদ মিয়া, রেজাউল করিম, জোসনা বানু, রেজাউল ইসলাম, মফিজল হক সরকার ও শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 
























