শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে কৃষকের মাঠে জমকালো ক্রিকেট টুর্নামেন্ট  

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল।

রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (কলপাড়া) কৃষি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খোর্দ্দ রসুলপুর স্পোটিং ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজার সার্বিক সহযোগিতায় খেলাটি উপভোগ করতে নারী-পুরুষের ঢল নামে। মাঠের চারিপাশে হাজারো জনতা মাতোয়ারা হয়ে ওঠে।

এর আগে বুজরুক স্পোটিং ক্লাব একাদশ বনাম খোর্দ্দ রসুলপুর স্পোটিং ক্লাব একাদশের মধ্যে খেলাটি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোর্দ্দ রসুলপুর স্পোটিং ক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল), অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক এ.এস.এম ফেরদৌস প্রধান, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, ইউপি সদস্য নুরুন্নবী প্রধান, অবসরপ্রাপ্ত শিক্ষক আজাদুল প্রধান সাজু, শিক্ষক খালেদ বিন আব্দুল আজিজ জুয়েল, আয়োজক কমিটির রাসেল প্রধান, শাহ জালাল, রাসেল প্রধান, মেহেদী হাসান সিফাত প্রমুখ। ধারাভাস্যকর ছিলেন রমজান আকন্দ।

এই ক্রিকেট টুনামেন্ট ফাইনালে প্রথম স্থান বুজরুক স্পোটিং ক্লাবকে এলএডি টেলিভিশন ও দ্বিতীয় স্থান খোর্দ্দ রসুলপুর স্পোটিং ক্লাবকে একটি স্মার্ট ফোন পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন