মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:৩০ অপরাহ্ন

আটঘরিয়ায় নতুন বই বিতরন করলেন ইউএনও

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা
  • প্রকাশের সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
পাবনার আটঘরিয়া উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বছরে এক জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু।
সকালে উপজেলা সদর দেবোত্তর কবি বন্দে আলী মিয়া বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন,  উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মুকুল হোসেন জুন্নাহ,
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনতাকিমুর রহমান, ইউআরসি কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল,
দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম প্রমুখ।
উক্ত বই বিতরন উৎসবে অভিভাবক ছাত্র ছাত্রী সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন। এসময় ইউএনও মাকসুদা আক্তার মাসু বলেন, একই সাথে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর ভাবে বিনামুল্যে বই বিতরন করা সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন