পার্শ্ববর্তী দেশের চেয়ে চট্টগ্রাম সিটি নির্বাচনে সহিংসতা কম হয়েছে
পার্শ্ববর্তী দেশের নির্বাচনের চেয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহিংসতা কম হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায়, নগরীর দেওয়ানবাজার এলাকার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের মন্ত্রী এ কথা বলেন। এসময় নির্বাচনে সহিংসতা কাম্য নয় জানিয়ে হাছান মাহমুদ বলেন, প্রশ্ন তোলার জন্যই বিএনপি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করেছে।
সিটি নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে নয় প্রশাসনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আমীর খসরু মাহমুদের এমন অভিযোগের জবাবে তিনি আরো বলেন, হেরে যাওয়ার পর মুখ রক্ষার জন্য এমন অভিযোগ করেছেন তারা। নির্বাচনে যারা সন্ত্রাস করেছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম বিজয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্যমন্ত্রী আরো জানান, করোনা মহামারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনায় এখনো প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। পাশাপাশি আজকে কোনো সরকারি ছুটি দেওয়া হয়নি। এই কারণে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে ভোটার উপস্থিতি কম হয়েছে।
জাগো২৪.নেট,ডেস্ক 

























