মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

ধাপেরহাটে সাংবাদিকদের সঙ্গে সম্ভাব্য এমপি প্রার্থীর মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার। এ নিয়ে ধাপেরহাট প্রেসক্লাবে মতবিনিময় সভা করেছেন তিনি।

শনিবার (১৮ মার্চ)  রাত সাড়ে ৮ দিকে ধাপেরহাট  প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এ-সময় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম মন্ডল মিঠু, ধাপেরহাট  ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ মন্ডল, সাংবাদিক কাফি সরকার,  জালাল উদ্দীন, লাবলু প্রামাণিক, আবদুল মালেক সাজু, বিপ্লব কর্মকার, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম সাগর, তাজুল ইসলাম, সুলতান, সুমন প্রমূখ উপস্থিত ছিলেন ।

বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মফিজুল হক সরকার বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে অবহেলিত জনপদের বেকারত্ব দূর করার জন্য মেঘা প্রকল্প গ্রহণ করা হবে। এলাকার সমস্যা চিহ্নিত করে মহান জাতীয় সংসদে উপস্থাপন করে দাবী আদায় করার চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমার কোন ব্যক্তিগত স্বার্থ নেই জনকল্যাণে আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই। সেই সুযোগ যাতে আমি পাই তার জন্য এলাকাবাসীর দোয়া কামনা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন