শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একসময়ের দুর্ভিক্ষ কবলিত বাংলা  এখন বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসময়ের দুর্ভিক্ষ কবলিত বাংলা এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে ।প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর দেখা স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিসত্তা উন্মোচন করে বাঙ্গালী জাতিকে সারাবিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছেন। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর ভেবেছিলো এদেশ থেকে স্বাধীনতার চেতনা,মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করবে। কিন্তু তারা পারেনি। সেই হায়েনার দল যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে।
 রোববার (২৬ মার্চ) বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসার অনুদান চেক ও ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
 প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক তখন বিরোধী দলের কিছু নেতা বাংলাদেশকে বিশ্বের নিকট ফকিরের দেশ বলে পরিচিত করার অপচেষ্টা করছিলো। বঙ্গবন্ধু কন্যা প্রধামমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করে যাচ্ছেন তাদের সেই অপচেষ্টা আজ নস্যাৎ হয়ে গেছে। সেই ফকিরের দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নিকট আজ রোল মডেলে পরিনত করেছেন।
 কবিতার সুরে মন্ত্রী বলেন, “বৃত্তের হাতছানি তুচ্ছ করে যারা চিত্র মুক্তির পথে পা বাড়িয়েছেন তারাই হয়েছেন শ্রেষ্ঠ। ঐশ্বর্যের পাহাড় দিয়ে জীবনকে মাপা হয় না। জীবনকে মাপা হয় অন্তরের মহত্মের নিরিখে”। যার প্রমান দিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি দেশের জন্য দেশের মানুষের জন্য মহত্মের পরিচয় দিয়ে যাচ্ছেন। এসময় প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত সকলের নিকট দোয়া ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট প্রত্যাশা করেছেন তিনি।
 আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমূখ। এসময় ১৬ জন ভিক্ষুককে পূনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা মুল্যের ১৬ টি রিকসা এবং ২২ জনকে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়। এর আগে ঐদিন কালীগঞ্জে একই প্রকল্পের আওতায় ৩০ টি রিকসা ও ২৩ জনের মাঝে চিকিৎসা অনুদান চেক বিতরণ করা হয়েছে।

একসময়ের দুর্ভিক্ষ কবলিত বাংলা  এখন বিশ্বে রোল মডেল: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশের সময়: ১০:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
সমাজকল্যাণমন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহম্মেদ এমপি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসময়ের দুর্ভিক্ষ কবলিত বাংলা এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে ।প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর দেখা স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতিসত্তা উন্মোচন করে বাঙ্গালী জাতিকে সারাবিশ্বে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে গেছেন। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করার পর ভেবেছিলো এদেশ থেকে স্বাধীনতার চেতনা,মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলন্ঠিত করবে। কিন্তু তারা পারেনি। সেই হায়েনার দল যারা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিলো তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে।
 রোববার (২৬ মার্চ) বিকেলে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে হত দরিদ্র মানুষের মাঝে চিকিৎসার অনুদান চেক ও ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে ব্যাটারি চালিত অটো রিক্সা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
 প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে ঠিক তখন বিরোধী দলের কিছু নেতা বাংলাদেশকে বিশ্বের নিকট ফকিরের দেশ বলে পরিচিত করার অপচেষ্টা করছিলো। বঙ্গবন্ধু কন্যা প্রধামমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য দেশের মানুষের জন্য যে কাজ করে যাচ্ছেন তাদের সেই অপচেষ্টা আজ নস্যাৎ হয়ে গেছে। সেই ফকিরের দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নিকট আজ রোল মডেলে পরিনত করেছেন।
 কবিতার সুরে মন্ত্রী বলেন, “বৃত্তের হাতছানি তুচ্ছ করে যারা চিত্র মুক্তির পথে পা বাড়িয়েছেন তারাই হয়েছেন শ্রেষ্ঠ। ঐশ্বর্যের পাহাড় দিয়ে জীবনকে মাপা হয় না। জীবনকে মাপা হয় অন্তরের মহত্মের নিরিখে”। যার প্রমান দিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি দেশের জন্য দেশের মানুষের জন্য মহত্মের পরিচয় দিয়ে যাচ্ছেন। এসময় প্রধানমন্ত্রীর জন্য উপস্থিত সকলের নিকট দোয়া ও দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট প্রত্যাশা করেছেন তিনি।
 আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, আদিতমারী উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম, কালীগঞ্জ উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত, আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক প্রমূখ। এসময় ১৬ জন ভিক্ষুককে পূনর্বাসনের জন্য ৫০ হাজার টাকা মুল্যের ১৬ টি রিকসা এবং ২২ জনকে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদান চেক বিতরণ করা হয়। এর আগে ঐদিন কালীগঞ্জে একই প্রকল্পের আওতায় ৩০ টি রিকসা ও ২৩ জনের মাঝে চিকিৎসা অনুদান চেক বিতরণ করা হয়েছে।