কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া বলেছেন, দেশে জাতীয় নির্বাচনের পথ রুদ্ধ করতে কয়েকটি বিশেষ গোষ্ঠি নানামূখী কার্যক্রমসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে অশুভ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সে চেষ্টা সফল হবে না। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের সকল দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওঁৎ পেতে থেকে ষড়যন্ত্র করছে। তাদের এই বাংলায় রাজনীতি করতে দেয়া হবে না। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানী করা যাবে না।
মঙ্গলবার বিকেল ৩টায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চিরিরবন্দর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দিতে মূখিয়ে আছেন। নির্বাচন হলে নির্বাচিত সরকার আসলেই সকল ষড়যন্ত্র, সকল সমস্যার সমাধান দ্রুত নিরসন হবে।
সমাবেশে উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর-এ-আলম সিদ্দিকী নয়নের সঞ্চালচনায় ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম মমিনের সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা এিনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আলহাজ্ব মো. মোস্তফা কামাল মিলন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক নুর আলম সরকার দুলু, উপজেলা ওলামা দলের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুস সালাম নূরী, উপজেলা যুবদলের আহবায়ক মো. রেজাউল করিম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, আব্দুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েন উদ্দিন শাহ, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন মুকুল প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকসহ আনুমানিক ১৫ হাজারের মত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























