বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

পাবনায় সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন

মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের হেমসাগর লেনে সুচিত্রা সেন সংগ্রহশালায় এসে শেষ হয়।
পরে সেখানে তার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপস্থিত সকলে। এরপর সংগ্রহশালা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী,
জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, সাধারণ সম্পাদক ড. নরেশ মধু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
১৯৩১ সালের এই দিনে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন পাবনা শহরের হেমসাগর লেনের বাড়িতে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন