দিনাজপুরের চিরিরবন্দরে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ এপ্রিল শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে চত্ত্বরে বিকেল ৩টা হতে বাদ মাগরিব পর্যন্ত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া।
উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. মজিবর রহমান শাহর সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. নুর-এ- আলম সিদ্দিকী নয়ন, বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, আকতার হোসেন হামদু, অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সহকারি অধ্যাপক মেছবাহুল ইসলাম, মোকাররম হোসেন মুকুল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ , ইউপি চেয়ারম্যান আজগার আলী, মো. কবির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।