ধর্মপ্রাণ মুসলমানদের নামাজের জন্য গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দীর্ঘ প্রতিক্ষার শেষে এ মাসই উন্মুক্ত হতে যাচ্ছে ধর্মীয় এই প্রতিষ্ঠানটি। এরই মধ্যে নির্মাণ শেষ করতে একইসঙ্গে ১২০ জন শ্রমিক কাজ করছে।
সোমবার (১০ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা-সাদুল্লাপুর সড়ক ঘেষে উপজেলা শহরের অর্ধ কিলোমিটার পুর্ব দিকে জয়েনপুর মৌজাস্থ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটির নির্মাণ কাজ।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহার হিসেবে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত¡বধানে এটি বাস্তবায়িত করেছে গণপূর্ত অধিদপ্তর। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন। পরের ধাপে গত ১৬ জানুয়ারি আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। বাকীগুলোর নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে।
সাদুল্লাপুরের এই মডেল মসজিদে একই সাথে সহ¯্রাধিক মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের আলাদা ওজু ও নামাজ পড়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, লাইব্রেরি, হজ্জযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ সেন্টার, ইসলামি গবেষণা ও দাওয়া কার্যক্রম, হেফজখানা, শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অতিথিশালা, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা ইত্যাদি। এছাড়া ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে।স্থানীয় বাসিন্দা আলহাজ জাহিদুল ইসলাম জাহিদ জানান, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি চালু হলে ধর্মপ্রাণ মানুষ স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে ইসলামিক জ্ঞান ও মূল্যবোধের পরিচর্যা এবং সততা-ন্যায়বিচারের প্রতি মানুষের আনুগত্য সমর্থন সৃষ্টি করবে।সাদুল্লাপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের ঠিকাদার আব্দুল হালিম মন্ডল বলেন, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট নির্মিত হচ্ছে অত্যাধুনিক এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি। ইতোমধ্যে প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের আগেই কাজ সমাপ্ত করার চেষ্টা চলছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জানান, এ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছাছে। এ মাসই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ধর্মপ্রাণ মুসলমানদের নামাজ আদায় ও ধর্মীয় শিক্ষার জন্য এ মসজিদের দ্বার খুলে দেয়া হবে। ইতোমধ্যে একজন পেশ ইমাম, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদিম অস্থায়ীভিত্তিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রাধনমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে জেলা-উপজেলায় দৃষ্টিনন্দন অত্যাধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটি অত্যান্ত প্রসংসনীয় ও বিশ্বের ইতিহাসে বিরল।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট