সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বলরামপুরে বিএনপির কর্মী ও মতবিনিময় সভা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে বলরামপুর দাখিল মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওয়ার্ড সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক রায়হান কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু, প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক আহ্বায়ক হবিবর রহমান, কৃষকদলের সভাপতি আব্বাস, ওয়ার্ড সেক্রেটারি ও ইউপি সদস্য সামাউন হক, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি পঞ্চগড়ের সাধরণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা ফাহিম মোর্শেদ তীব্র, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক, ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ৷

এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু বলেন, তারেক রহমান আমাদেরকে বারবার একটা কথা বলছেন-আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। এদিকে আমরা গ্রপ করে দলটাকে পিছিয়ে দিচ্ছি। ইউনিয়ন বিএনপির যখন ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তখন আমি নওশাদ জমির সাহেবকে বিষয়টি জানাই। তিনি কাউকে কোনো টাকা খরচ না করার নির্দেশ দেন।

তিনি বলেন, আমাদের লোকজন আছে। আমরা ছাড়াব। এরমধ্যে তারেক রহমান সাহেব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারকে চাল, ডাল, সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়। আমিসহ ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ সেগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমি তাদের বাসায় গিয়েছি, নিয়মিত খোঁজ খবর নিয়েছি। কিছুদিন পর তাদের জামিন করে এনেছি।

সাধারণ সম্পাদক বলেন, গণমানুষের জন্য হলো রাজনীতি, সকলকে নিয়ে রাজনীতি। গ্রুপিং না করার পরামর্শ দেন তিনি৷

জনপ্রিয়

বলরামপুরে বিএনপির কর্মী ও মতবিনিময় সভা

প্রকাশের সময়: ০১:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে বলরামপুর দাখিল মাদরাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওয়ার্ড সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক রায়হান কবিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু, প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক আহ্বায়ক হবিবর রহমান, কৃষকদলের সভাপতি আব্বাস, ওয়ার্ড সেক্রেটারি ও ইউপি সদস্য সামাউন হক, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি পঞ্চগড়ের সাধরণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা ফাহিম মোর্শেদ তীব্র, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক, ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ৷

এসময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবু বলেন, তারেক রহমান আমাদেরকে বারবার একটা কথা বলছেন-আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য। এদিকে আমরা গ্রপ করে দলটাকে পিছিয়ে দিচ্ছি। ইউনিয়ন বিএনপির যখন ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তখন আমি নওশাদ জমির সাহেবকে বিষয়টি জানাই। তিনি কাউকে কোনো টাকা খরচ না করার নির্দেশ দেন।

তিনি বলেন, আমাদের লোকজন আছে। আমরা ছাড়াব। এরমধ্যে তারেক রহমান সাহেব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারকে চাল, ডাল, সাবান বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার নির্দেশ দেয়। আমিসহ ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ সেগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। আমি তাদের বাসায় গিয়েছি, নিয়মিত খোঁজ খবর নিয়েছি। কিছুদিন পর তাদের জামিন করে এনেছি।

সাধারণ সম্পাদক বলেন, গণমানুষের জন্য হলো রাজনীতি, সকলকে নিয়ে রাজনীতি। গ্রুপিং না করার পরামর্শ দেন তিনি৷