দিনাজপুরের খানসামা উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনা ক্ষুদে সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার টিএন্ডটি মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলাটি ৩-৩ গোলে ড্র হয়। এরপর খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৫-৩ গোলে জয় পায় আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ক্ষুদে সমর্থকদের অধিনায়ক রুমেল ইসলাম বলেন, আমরা জয়ী হয়েছি। আমি ছোট থেকে ম্যারাডোনার ভক্ত। প্রিয় খেলোয়াড় মেসিকে অনুসরণ করেই ফুটবল খেলি। আমি চাই এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক।
ব্রাজিল ক্ষুদে সমর্থকদের অধিনায়ক সিজাব চৌধুরী বলেন, খেলায় হার জিত থাকবেই। আমরা পরাজয় মেনে নিয়েছি। আমি নেইমারের ভক্ত। তার খেলা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। আগামীতে আমরাই জিতব।
খেলা উপভোগ করতে আসা দর্শক সোহেল আরমান বলেন, আমি তাদের খেলা উপভোগ করে মুগ্ধ হয়েছি। বর্তমান সময়ে অধিকাংশ যুবকই মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়েছে। এ থেকে পরিত্রাণের একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধূলা। আমরা চাই সবাই মাঠে ফিরে আসুক, খেলাধূলা করুক।
আরেক দর্শক মো. নূর আমিন বলেন, কোমলমতি শিশুদের খেলা দেখে আমাকে অনেক ভাল লেগেছে। এরাই ভবিষ্যতে জাতীয় দলকে নেতৃত্ব দিবে এই প্রত্যাশা করছি। খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন রেফারি সাজিদ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
























