সাকিব আল হাসান ও লিটন দাসের দৃঢ়তায় দিনশেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম দিনের উইকেটে ছিল অনেকটা ব্যাটিং সহায়ক। যেখানে ৯০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে মুমিনুলের দল।
প্রথম সেশনের একটা বড় সময় এগিয়ে থেকে একেবারে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও একই দৃশ্য দেখা গেছে। সেট ব্যাটসম্যান সাদমান সাজঘরে ফিরলেন ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে। পরে রিপ্লেতে দেখা গিয়েছিল বলটা বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পের বাইরে দিয়ে। রিভিউ নিলে নিশ্চিতভাবেই রক্ষা মিলতো সাদমানের। সে আক্ষেপ আর খানিকটা চাপ নিয়েই তাই দ্বিতীয় সেশন শেষ হয়।
তবে, আজকের খেলায় নতুন ইতিহাস করেছে ওপেনার তামিম ইকবাল। কোনো দেশের হয়ে তিন ফর্মেটেই তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।
প্রথম দিনশেষে সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২৪২/৫ (৯০ ওভার; সাদমান ইসলাম ৫৯, নাজমুল হোসেন শান্ত ২৬, মুমিনুল হক ২৬, মুশফিকুর রহিম ৩৮, সাকিব আল হাসান ৩৯*, লিটন দাস ৩৪*, জোমেল ওয়ারিকান ৩/৫৮, কেমার রোচ ১/৪৪) ।
ক্রীড়া ডেস্ক 
























