বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় চালু হতে যাচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে লালমনিরহাটগামী রামসাগর এক্সট্রেস টেনটি দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ ছিল। এটি চালুর দাবিতে নানা আন্দোলন আর প্রতিশ্রুতি থাকার পর অবশেষে সেই ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে। এটি আগামী ২৯ আগস্ট  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এই ট্রেনটি চালু হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রথমে ২০১০ সালে বোনারপাড়া স্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস টেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু, রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন চলাচল বাতিল করে দেয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা যুব ইউনিয়ন সংগঠনের নেতা প্রতিভা সরকার বলেন, তৎকালীন সময়ে হঠাৎ করে  ওই ট্রেনটি চলাচল বাতিল করায় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত সবজিসহ অন্যান্য পচনশীল পণ্য গ্রামীণ এলাকা থেকে গাইবান্ধা ও রংপুরের মতো জেলা সদরের বাজারে পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার কারণে ব্যবসায়ী সম্প্রদায়সহ সাধারণ মানুষ ও চাষিদের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মতো অন্যান্য যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে যেতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এটি চালুর জন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এর ফলশ্রুতিতে ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে জেনে আমরা অত্যান্ত আনন্দিত।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন,  এটা আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী আগামী ২৯ আগস্ট ট্রেনটি পুনরায় রুটে চালু করার কথা রয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি পুনরায় চালু করবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

জনপ্রিয়

পুনরায় চালু হতে যাচ্ছে রামসাগর এক্সপ্রেস ট্রেন, উদ্বোধন করবেন মন্ত্রী

প্রকাশের সময়: ০৭:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে লালমনিরহাটগামী রামসাগর এক্সট্রেস টেনটি দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ ছিল। এটি চালুর দাবিতে নানা আন্দোলন আর প্রতিশ্রুতি থাকার পর অবশেষে সেই ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে। এটি আগামী ২৯ আগস্ট  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এই ট্রেনটি চালু হওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস সৃষ্টি হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রথমে ২০১০ সালে বোনারপাড়া স্টেশন থেকে রামসাগর এক্সপ্রেস টেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু, রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন চলাচল বাতিল করে দেয়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা যুব ইউনিয়ন সংগঠনের নেতা প্রতিভা সরকার বলেন, তৎকালীন সময়ে হঠাৎ করে  ওই ট্রেনটি চলাচল বাতিল করায় কৃষক ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত সবজিসহ অন্যান্য পচনশীল পণ্য গ্রামীণ এলাকা থেকে গাইবান্ধা ও রংপুরের মতো জেলা সদরের বাজারে পরিবহনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থার কারণে ব্যবসায়ী সম্প্রদায়সহ সাধারণ মানুষ ও চাষিদের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মতো অন্যান্য যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে যেতে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এটি চালুর জন্য আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এর ফলশ্রুতিতে ট্রেনটি পুনরায় চালু হতে যাচ্ছে জেনে আমরা অত্যান্ত আনন্দিত।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন,  এটা আমার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী আগামী ২৯ আগস্ট ট্রেনটি পুনরায় রুটে চালু করার কথা রয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বোনারপাড়া স্টেশনে ট্রেনটি পুনরায় চালু করবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘ দিনের এই দাবি পূরণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।