গাইবান্ধার বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ও নলডাঙ্গা স্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনে আগামীকাল মঙ্গলবার (২৯ আগস্ট) আসছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে উপস্থিত হয়ে বন্ধ হওয়া রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রুটে পূনরায় চলাচলে উদ্বোধন ঘোষণা করবেন রেলমন্ত্রী। এছাড়া এদিনে দুপুর ১২ টায় সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন তিনি।
এদিকে, লালমনিরহাট রেলওয়ের সহকারী বানিজ্যিক কর্মকর্তা-১ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একপত্রে জানা যায়, বোনারপাড়া থেকে পঞ্চগড়ের বী.মু.সি.ই পর্যন্ত ২৬৪ কিলোমিটার রুটের ২৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে দ্বিতীয় মেইল ৫৯/৬০নং ওই ট্রেনটি।
যাত্রাবিরতি স্টেশনগুলো হচ্ছে- বোনারপাড়া থেকে বাদিয়াখালি, ত্রিমোহনী, গাইবান্ধা, কূপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা, চৌধুরানী, পীরগাছা, অন্নদাননগর, কাউনিয়া, রংপুর, পারবর্তীপুর, দিনাজপুর, কাঞ্চন, মঙ্গলপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ভোমরাদহ, শীবগঞ্জ, ঠাকুরগাঁওরোড, রুহিয়া, কিসমত ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (বী.মু.সি.ই) স্টেশন। এসব স্টেশনের সময়সূচি ও ভাড়াও নির্ধারণ করা হয়েছে।
অপরদিকে, স্থানীয় সুত্রে জানা যায়, প্রথমে ২০১০ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশন থেকে রামসাগর টেনটি চালু হয়েছিল। এটি বোনারপাড়া থেকে সকাল সাড়ে ৬ টায় ছেড়ে দিনাজপুর স্টেশনে ১১ টা ৪০ মিনিটে পোঁছায়। সেখান থেকে বিকেল ৩ টা ৫০ মিনিটে ছেড়ে রাত সোয়া ৯ টার দিকে বোনারপাড়ায় ফিরছিল। ট্রেনটি সকালে গাইবান্ধা, কাউনিয়া ও রংপুর হয়ে দিনাজপুরে যাওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মানুষের কাছে বিশেষ করে অফিস কর্মচারীদের কাছে এটি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু, রেল কর্তৃপক্ষ কোন নোটিশ ছাড়াই ২০১২ সালের ২৪ আগস্ট তারিখে হঠাৎ করে ট্রেন হঠাৎ চলাচল বাতিল করে দেয়। সেটি পূনরায় চালু হতে যাচ্ছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 





















