লালমনিরহাটে পক্ষ্ণকালব্যাপী মহিলা ক্রিকেট প্রশিক্ষণ- ২০২৩ এর সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১ লা সেপ্টেম্বর) বিকালে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামের কনফারেন্স রুমে, জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ- সভানেত্রী আনোয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিনা আফরোজ, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ- সভানেত্রী ফেরদৌসী বেগম বিউটি ও সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনা।
এ সময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 
























