সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু ও নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) গাইবান্ধা শহরের ১নং রেল গেইট থেকে শুরু হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পদযাত্রা শেষে সমাবেশে মিলিত হয়।
বাম জোটের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদ আহবায়ক গোলাম রব্বানী, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মণ, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতিতে জনগণের জীবন যখন দুর্বিষহ তখন বর্তমান ফ্যাসিবাদী সরকার আগামী নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র শুরু করেছে। তারা আগামীতেও জনগণের ভোটাধিকার হরণ করতে প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী পক্ষও ভোটাধিকার, ভাতের অধিকার রক্ষার আন্দোলন নিয়ে জনগণের মাঝে না গিয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। দুই পক্ষই জনগণকে মাইনাসে রাখতে তৎপর। এ অবস্থা থেকে মুক্তির জন্য দুঃশাসন হটানোর পাশাপাশি ব্যবস্থার বদল করতে হবে এবং দেশে বাম প্রগতিশীল শক্তির বিকল্প গড়ে তুলে বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি পুজারি দলগুলোকে মাইনাস করতে হবে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 

























