বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মান অ‌ভিমান ভু‌লে গি‌য়ে নৌকায় ভোট দিন: স্মৃতি

বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে বলেছেন, আমি পূণঃরায় নৌকা পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা অতী‌তের সব মান অ‌ভিমান ভু‌লে গি‌য়ে আবা‌রও নৌকা মার্কায় ভোট দি‌ন।

রোববার (৪ ডিসেম্বর) গাইবান্ধার পলাশবাড়ীর হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ ব‌র্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশা‌লী কর‌তে হ‌বে।

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‌্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠ‌নিক সম্পাদক মা‌হিবুল হাসান মু‌কিত, আওয়ামী লীগ নেতা সাইফুলার রহমান তোতা চৌধুরী, শ‌হিদুল ইসলাম বাদশা, রেজানুর রহমান ডিপ‌টি, সাইফুল ইসলাম, এনামুল হক মকবুল, র‌ফিকুল ইসলাম, নির্মল কুমার মিত্র, গোলাম মোস্তফা প্রমুখ।

এই বক্তারা ‌দে‌শে উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখতে বিগত দি‌নের সকল দ্বিধাদ্বন্দ ভু‌লে গি‌য়ে নৌকা মার্কা‌কে বিজয়ী ক‌রতে সকল‌কে ঐক‌্যবদ্ধ হ‌য়ে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয়

মান অ‌ভিমান ভু‌লে গি‌য়ে নৌকায় ভোট দিন: স্মৃতি

প্রকাশের সময়: ০৭:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে বলেছেন, আমি পূণঃরায় নৌকা পেয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপনারা অতী‌তের সব মান অ‌ভিমান ভু‌লে গি‌য়ে আবা‌রও নৌকা মার্কায় ভোট দি‌ন।

রোববার (৪ ডিসেম্বর) গাইবান্ধার পলাশবাড়ীর হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিশেষ ব‌র্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন অব্যাহত রয়েছে। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশা‌লী কর‌তে হ‌বে।

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ‌্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠ‌নিক সম্পাদক মা‌হিবুল হাসান মু‌কিত, আওয়ামী লীগ নেতা সাইফুলার রহমান তোতা চৌধুরী, শ‌হিদুল ইসলাম বাদশা, রেজানুর রহমান ডিপ‌টি, সাইফুল ইসলাম, এনামুল হক মকবুল, র‌ফিকুল ইসলাম, নির্মল কুমার মিত্র, গোলাম মোস্তফা প্রমুখ।

এই বক্তারা ‌দে‌শে উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখতে বিগত দি‌নের সকল দ্বিধাদ্বন্দ ভু‌লে গি‌য়ে নৌকা মার্কা‌কে বিজয়ী ক‌রতে সকল‌কে ঐক‌্যবদ্ধ হ‌য়ে কাজ করার আহ্বান জানান।