ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের তেল পাম্পের নিকট মর্মান্তিক এক বাস সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৮ জনের পরিচয় মিলেছে।
এরা হলেন, কালিগঞ্জ সুন্দরপুর গ্রামের ইসহাক আলীর ছেলে মোস্তাাফিজুর রহমান (২৫) ঝিনাইদহের সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী (২৪) চুয়াডাঙ্গা জেলার ডিঙ্গেদাগ্রামের আব্দুর রশিদীর মেয়ে রেশমা খাতুন (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নগদা গ্রামের জিন্নাত বিশ্বাসের ছেলে শুভ (২২), কালীগঞ্জের রণজিৎ দাসের ছেলে সনাতন দাস (২৫), কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের নতুন মসজিদ পাড়ার মীর মোহাম্মদের ছেলে সোহাগ হোসেন (২৫), শৈলকুপার আব্দুল আজিজ (৬০) ও মাগুরা ড্রাইভার উজ্জল হোসেন (৩৭)।
খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও নিকটস্থ গ্রামের মানুষ উদ্ধার অভিযানে অংশ গ্রহন করেন। বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘন্টা যশোর কালীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার বিকালে যশোর কালীগঞ্জ সড়কের বারোবাজার তেল পাম্পের কাছে এমকে পরিবহনের বাসটি পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত ও ১৫ বাস যাত্রী আহত হন। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।