রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

বাসুদেবপুরে রেখারানী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

সঞ্জয় সাহা, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুরস্থ রেখারানী স্কুলে বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর এর সাবদিন ভগবতীপুরস্থ রেখারানী স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন- বাসুদেবপুর সি,কে স্কুল এন্ড কলেজ সভাপতি খাজা নাজিম উদ্দিন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- শিক্ষিত হওয়া ছাড়া জীবনে বড় হওয়ার উপায় নেই। ভাল ফলাফল করবে। ভালভাবে জীবন গড়ে তুলবে। তোমাদের শিক্ষিত হতে হবে। তোমরা স্মার্ট বাংলাদেশ এর নাগরিক হবে। সুখী সমৃদ্ধ জীবন গড়বে। রেখারাণী স্কুল প্রতিষ্ঠাতা সভাপতি বাপ্পি গোবিন্দ তালুকদার’ এর সভাপতিত্বে ও রেখারানী স্কুল এর সহকারী শিক্ষক আবুল বাসার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অত্র স্কুলের প্রধান শিক্ষক শিহাব সরকার, পরিচালক সোমা রানী তালুকদার। সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- মোছা: কল্পনা বেগম, মাওলানা খায়রুল ইসলাম এরশাদ, মাসুদ রানা, শুশাঙ্ক চন্দ্র, হরিপদ বর্মন, মোনয়ার হোসেন লেবু। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- বিদায়ী শিক্ষার্থী মেহেদী হাসান অন্তর, মোছা: জীম আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী রাসেল। অনুষ্ঠানে ৮৫ জন বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্লে থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট

কারিগরি সহায়তায় : শাহরিয়ার হোসাইন