গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে বিদ্যালয়ের আয়োজনে সরোবর পার্ক এন্ড রিসোর্ট সেন্টারে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির দাতা ও প্রতিষ্ঠাতা ধীরেন্দ্র কুমার সরকারের সৌজন্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আখতারুজ্জামান সরকার সুজা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- বিদ্যালয়ের প্রধান শিকার মো. আসাদুজ্জামান সরদার রাজা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. নবুওয়ত হোসেন সরকার।
আরও বক্তব্য দেন সোনারায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আনছার আলী সরদার, সহকারী শিক্ষক কমলা কান্ত বর্মন ও বিদায় শিক্ষার্থী ফাহমিদা কবীর আলো।
পরে প্রবেশপত্র ও বিভিন্ন শিক্ষা উপকরণ পরীক্ষার্থীদের মাঝে বিতরণ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মো. মোশাররফ হোসেন সরকার।
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | জাগো২৪.নেট