রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষুধার্ত কুকুর-বিড়ালের পাশে একদল শিক্ষার্থী

গাইবান্ধা শহরে মুক্তভাবে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর ও বিড়ালের খাবার যোগান দিচ্ছে একদল শিক্ষার্থী। ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ওইসব প্রাণির খাবার দেয় তারা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অনাহারে থাকা কুকুর-বিড়ালদের খাবার দিতে দেখা গেছে- কিছু সংখ্যাক তরুণ-তরুণীদের।

এসময় হাতে গ্লাভস পরিহিত সংগঠনটির কর্মীরা খাবার নিয়ে ছুটছেন নানান দিকে। যেখানে ক্ষুধার্ত বিড়াল-কুকুর দেখছেন সেখানেই যেন মাতৃস্নেহে খাবার দিচ্ছেন প্রাণিগুলোকে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, সদস্য রেজওয়ান, পুষ্পিতা রায়, পূজা সরকার, নাফিজা নিয়ান, বৃষ্টি ইসলাম, মাহিদ, অন্তর, মাহিন, জিসান, খায়রুল, বিশাল, জাকির, হাবিবুর, লতা রায়সহ আরও অনেকে।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, পৃথিবীতে বিচারণশীল অন্যান্য প্রাণির মতো কুকুর-বিড়ালও আলাদা জাতি। এসব প্রাণিরও অধিকার আছে। সেই দিক থেকে বিবেচনা করে প্রাণিগুলোর খাবার হিসেবে বিস্কুট ও পাউরুটি দেওয়া হয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে পশুপাখি সম্পর্কে সচেতন করা হয় বলে জানান তিনি।

জনপ্রিয়

ক্ষুধার্ত কুকুর-বিড়ালের পাশে একদল শিক্ষার্থী

প্রকাশের সময়: ০৮:৪৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

গাইবান্ধা শহরে মুক্তভাবে ঘুরে বেড়ানো অভুক্ত কুকুর ও বিড়ালের খাবার যোগান দিচ্ছে একদল শিক্ষার্থী। ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ওইসব প্রাণির খাবার দেয় তারা।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে গাইবান্ধা রেলওয়ে স্টেশনসহ শহরের বিভিন্ন স্থানে অনাহারে থাকা কুকুর-বিড়ালদের খাবার দিতে দেখা গেছে- কিছু সংখ্যাক তরুণ-তরুণীদের।

এসময় হাতে গ্লাভস পরিহিত সংগঠনটির কর্মীরা খাবার নিয়ে ছুটছেন নানান দিকে। যেখানে ক্ষুধার্ত বিড়াল-কুকুর দেখছেন সেখানেই যেন মাতৃস্নেহে খাবার দিচ্ছেন প্রাণিগুলোকে।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, সদস্য রেজওয়ান, পুষ্পিতা রায়, পূজা সরকার, নাফিজা নিয়ান, বৃষ্টি ইসলাম, মাহিদ, অন্তর, মাহিন, জিসান, খায়রুল, বিশাল, জাকির, হাবিবুর, লতা রায়সহ আরও অনেকে।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, পৃথিবীতে বিচারণশীল অন্যান্য প্রাণির মতো কুকুর-বিড়ালও আলাদা জাতি। এসব প্রাণিরও অধিকার আছে। সেই দিক থেকে বিবেচনা করে প্রাণিগুলোর খাবার হিসেবে বিস্কুট ও পাউরুটি দেওয়া হয়েছে। পাশাপাশি লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে পশুপাখি সম্পর্কে সচেতন করা হয় বলে জানান তিনি।